• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভুঞাপুরে দুই নার্স নিহত; ঘাতক সেই বাসচালক গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে গোলচত্বরে পারাপার হওয়ার সময় বাস চাপায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্নিরত নার্স ও (ম্যাটস্) ২০১৯-২০ সালের ১ম বর্ষের দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় ঘাতক সেই বাসচালক মো. শাইনুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

বাসচালক গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আরজী সাহাপুর গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আয়ূবুর রহমান।


 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আয়ূবুর রহমান বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দুই ইন্টার্নি নার্স নিহতের ঘটনায় ঘাতক বাসচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত মাঈন উদ্দিন হামিমের বাবা। পরে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসচালক শাইনুল ইসলাম কে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে সোর্পদ করা হয়।

প্রসঙ্গত প্রকাশ, গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় বেড়াতে এসে গোল চত্বর পারাপার হওয়ার সময় (গোবিন্দগঞ্জ স্পেশাল) বাসের চাপায় মাঈন উদ্দিন হামিম তুর্য্য (২১) ও সাদিয়া ইসলাম নদী (২৬) নামে দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসের চালক-হেলপারের গ্রেফতারের দাবিতে সে রাতেই সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে ম্যাটসের শিক্ষার্থীরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল