• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভুঞাপুরে অর্ধ সহস্র কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০১৯-২০ অর্থ বছরের (খরিপ-১) প্রণোদনার আওতায় ৫০০ কৃষককে বিনামূল্যে সার ও তিল বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এই প্রণোদনা বিতরণ করা হয়।

এ সময় কৃষকের মাঝে প্রণোদনা তুলে দেন উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান। এতে উপস্থিত ছিলেন কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা, ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৫০০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ বিঘার জন্য ১ কেজি তিল, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রণোদনা দেয়া হয়েছে। এ বছর উপজেলার ১৮’শ ৫০ হেক্টর জমিতে তিল চাষাবাদ হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল