• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১  

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিকেলে জামালপুর পৌরসভার বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ভলিবল খেলোয়াড়দের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মেঘনা এন্টারপ্রাইজ ও বর্ণমালা ভলিবল দল। ৫ সেটের এই ভলিবল খেলায় ২-৩ সেটে মেঘনা এন্টারপ্রাইজকে পরাজিত করে বর্ণামালা ভলিবল দল চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জি এস এম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন বাবুল প্রমুখ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ভলিবল খেলাটি উপভোগ করেন হাজার হাজার দর্শক।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১২৫ সিসি একটি মোটরসাইকেল ও রানারআপ দলের মাঝে ৪২ ইঞ্চি একটি এলিডি টেলিভিশন পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

উল্লেখ্য, জামালপুর বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত ৭ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হয়। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল