• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ব্রিকস সম্মেলনে বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

মার্কিন ডলারের ব্যবহার কমিয়ে বিকল্প মুদ্রায় বাণিজ্য করতে চায় অর্থনৈতিক জোট ‘ব্রিকস’-এর সদস্য দেশগুলো। নতুন সদস্য রাষ্ট্র যুক্ত করার চিন্তাও করছে জোটটি।

দক্ষিণ আফ্রিকায় জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনায় নতুন দেশ হিসেবে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ, সৌদি আরব ও ইরানসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রধান কারণ বাণিজ্যে বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ব্যবহার। এর বলেই মার্কিন স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় দিয়ে আসছে দেশটি। এ কারণে বিকল্প বিনিময় মুদ্রার দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ।

শুক্রবার (২ জুন) কেপটাউনে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের পররাষ্টমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এছাড়া সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ, সৌদি আরব, ইরান ও মিশরসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও।

সম্মেলনে নিজস্ব অর্থনৈতিক কাঠামো গড়ে তোলায় জোর দেন জোটের সদস্য দেশগুলো। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে মার্কিন ডলারের আধিপত্য রুখতে নিজস্ব বিনিময় মুদ্রায় বাণিজ্যের বিষয়েও আলোচনা করেন তারা। এ লক্ষ্যে ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংককে আরও শক্তিশালী করার কথা জানান তারা।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর তার বক্তব্যে বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত মুদ্রার সম্ভাব্য বিকল্প খুঁজতে আমরা কাজ করছি। এ কাজে ব্রিকস জোটের নিজস্ব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা প্রয়োজন। ডলার ব্যবহারের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে নিয়ে আমরা সতর্ক আছি।

এছাড়া সম্মেলনে ব্রিকস জোটের পরিসর বাড়ানোর পরিকল্পনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রীরা। তাতে ইতিবাচক সাড়া দিয়েছে অংশ নেওয়া অন্য রাষ্ট্রগুলোও। এতে জোটের প্রভাব আরও বাড়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা সম্ভব হবে বলে জানান সদস্যরা।

চলতি বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন। তারই প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল