• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ব্রাজিলে করোনা ব্যর্থতায় চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী বদল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১  

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ব্যর্থতার দায়ে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী বদলাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাকে গুরুত্ব না দিয়ে সমালোচিত এই প্রেসিডেন্ট সোমবার দেশটির হৃদরোগ বিশেষজ্ঞ মারসেলো কোয়েরোগাকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেন।

গত বছরের মে মাসের মাঝামাঝি ব্রাজিলে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নেলসন টেইক। এর আগে লুইজ হেনরিক মেন্ডেটাও প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জেরে পদত্যাগ করেন। করোনায় পরিস্থিতি সামাল দেয়া নিয়ে বলসনারোর সঙ্গে বনিবনা না হওয়া এ পর্যন্ত তিন জন স্বাস্থ্যমন্ত্রী বদল হয়েছে ব্রাজিলে। মহামারি পরিস্থিতিতে এতদিন স্বাস্থ্যমন্ত্রী ছাড়াই সরকার পরিচালনা করেন বলসোনারো।

করোনা মোকাবিলায় শুরু থেকেই কড়াকড়ি বা লকডাউনবিরোধী ছিলেন খোদ প্রেসিডেন্ট। এমনকি ভ্যাকসিন নেয়ার বিরোধিতা করে বিবৃতিও দিয়েছিলেন বলসোনারো।

দেখটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ১৫ লাখের বেশি, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল