• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বেগম জিয়ার প্যারোলের জন্য কেউ আবেদনই করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলছেন দলটির নেতাকর্মীরা। তাদের মুখে মুখে তার মুক্তির কথা শোনা গেলেও এখন পর্যন্ত কেউ আবেদনই করেননি। এমনকি যারা তার মুক্তি চান, তারাও কোনো ইচ্ছা প্রকাশ করেননি।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য নিয়ম মেনে আবেদন করতে হবে বলেও জানান তিনি।

 

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জঙ্গি অর্থায়ন বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। তার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমেই সুরাহা হবে। এ নিয়ে আমাদের বা সরকারের কিছুই করার নেই।

 

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল