• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

“বিশেষ প্রণোদনা দেয়ায় প্রবাসী আয় বেড়েছে, দেশের অর্থনীতি এখন ভালো”

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

প্রাণঘাতি ভাইরাস করোনাকালে বিশেষ প্রণোদনা দেয়ায় রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। বর্তমানে দেশের অর্থনীতি ভাল অবস্থানে আছে। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সভায় তিনি এমন কথা বলেন।

গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সভা। দলীয় প্রধানের সভাপতিত্বে এতে অংশ নেন সভাপতিমণ্ডলির সদস্যরা যেখানে আলোচনা হয় চলমান করোনা পরিস্থিতিসহ সাংগঠনিক নানা বিষয় নিয়ে।

 

শেখ হাসিনা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থা বড় বড় কথা বললেও করোনা সংকটে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ পরিচালনার রূপরেখা এখন থেকেই নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল