• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিকৃত ভাবনা: ওমর ফারুক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ মে ২০২১  

একি বিভৎস

কেন আজ চারিদিকে বিকৃত ভাবনার বসন্ত

যেখানে সুবাস ছিল

সেখানে আজ মগজ পঁচার গন্ধ

সব কি খোয়া গেছে

শরমের আব্রু চোখের দৃষ্টি ত্বকের অনুভূতি

জন্মের প্রতিশ্রুতি

আর কতোবার লাশ হবে

ভ্রষ্টের ডাকে ছুটে যাবে

আর কতোবার নির্বোধ পোকার মত

যেখানে আগুন সেখানে

 

জানি ভ্রষ্ট নষ্টের দখলে পড়ে

হয়ে আছো নরনারী উলংগ

বিকৃত সভ্যতার হাস্যকর দম্ভে

যৌনদাস যৌনদাসী

 

জানি প্রেম আজ পরিত্যক্ত জংগল

সেখানে মানুষ নেই

সেখানে নির্মল প্রকৃতির সুশান্ত বসবাস

বরং ঢের ভালো প্রেম নষ্টদের দখলে নেই

নষ্ট ভ্রষ্টের দখলে থাকেনা প্রেম

বেনিয়ার পা চাটতে চাটতে যে জিহবা লম্বা হয়ে গেছে বিষাক্ত সাপের মতন

সে আর শোধরাবেনা কখনোই

কুকুরের লেজের মতন

 

অথচ দ্যাখো

সূর্যের আলোর আচরণ নিয়ে নেয় চন্দ্র দুর্নিবার বন্ধনে

কি স্নিগ্ধ কি শান্ত কি কোমল

জোসনার স্বভাব তার

রাতের গভীরে ফুলের সাথে জাগে বাসর

ক্লান্তিহীন অবিরাম আলিঙ্গন ফোটায়

বেল কদম চামেলি

কেননা এখানে নষ্টরা নেই

এখানে কিশোরীর শরীর দখলের কামুক চোখ নেই

নিষিদ্ধা নারীর অব্যক্ত লোভ নেই

কোথায় যাবে

নষ্ট ভ্রষ্টে

নাকি বিশুদ্ধ সিরাতে!

  

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল