• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাঁশখালীতে পাঁচ ফার্মেসি ও এক ডাক্তারকে লক্ষাধিক জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

অব্যাহত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের কে.বি বাজারে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ রাখার দায়ে পাঁচ ফার্মেসিকে ৫০ হাজার টাকা ও এক পল্লী ডাক্তারকে ৫০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে ড্রাগ ১৯৪০ এর ১৪/২৪ ধারা মতে বৈলছড়িস্থ বাংলাদেশ ফার্মেসিকে ৫০ হাজার, বাংলাদেশ ফার্মেসিতে কর্মরত মু. আজিজুর রহমান নামের এক পল্লী চিকিৎসক ২৭ বছর যাবৎ নামের আগে ডা. আজিজুর রহমান লিখার অপরাধে ৫০ হাজার, তালুকদার ফার্মেসিকে ১৫ হাজার, ইসলাম ফার্মেসিকে ৬ হাজার, ব্রাদার্স ফার্মেসিকে ৬ হাজার এবং ধূমপান ও তামাক আইনের ২০০৫(৪)/৭ ধারা মতে ২শ টাকাসহ সর্বমোট ১ লক্ষ ২৭ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

 

ঔষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মু. কামরুল হাসান বলেন, অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ অবৈধ ঔষুধ রাখার দায়ে

এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, পল্লী চিকিৎসক নিজেকে ডাক্তার লিখার অপরাধে ও মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ ঔষুধ রাখার দায়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় ৫টি ফার্মেসিসহ ১জন ডাক্তারকে ১ লক্ষ ৩৭ হাজার ২ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল