• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাঁশখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শিলকূপ অংশে বৃক্ষরোপন কর্মসূচি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

"মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান।" প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মোজাম্মেল হক সিকদার এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর নির্দেশনায় বাঁশখালী উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (৫জুলাই) উপজেলার শিলকুপ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে ও সড়কে ফলজ, ঔষধি এবং বিভিন্ন ফুল গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচির প্রথম দিনে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছগির আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আ.ক. ম আশেক হোসেন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা এনাম উদ্দীন চৌধুরী নয়ন, ফখরুদ্দীন রুবিন, নুরুল আমিন আসিফ, শীলকূপ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াছিন সিকদার, মিথুন বড়ুয়া, জোবাইর হোসেন, মহিউদ্দীন, জালাল, সাজ্জাদ হোসেন আসিফ, রিফাজ, রাহাত সিকদার,  মোকাররম, আব্দুল্লাহ, ইয়াছিন, আরিফ, অনিক বড়ুয়া, রমিজ, জহির সহ শীলকূপ ইউনিয়ন ছাত্রলীগ ও শেখ রাসেল স্মৃতি সংসদ এর সকল নেতৃবৃন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল