• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

বর্ষাফুল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

বর্ষাফুল

বর্ষাফুল

হিমাংশু স্যার কদম ফুল হাতে স্কুলের বারান্দায় দাড়িয়ে আছেন। কদম ফুল মোটামুটি পেকে লাল হয়ে যাওয়ায় ফুলে সজিবতা বিষয়টি নেই। হিমাংশু স্যারের মন খারাপ। আজ তার প্রিয় ছাত্রী অরু কলেজ থেকে বিদায় নিচ্ছে। অরুকে হিমাংশু স্যার মেয়ের মতো দেখেন। অরু শেষ ক্লাশে বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি দেখে বলেছিলো, 'স্যার বৃষ্টির দিনে গোলাপ দিয়ে কি করবো? আমার বর্ষাফুল কদম লাগবে!'

হিমাংশু স্যার তার সব ছাত্র ছাত্রীদের কাছেই প্রিয় একজন মানুষ। তবে কলেজের কিছু অন্তকোন্দলের কারনে হিমাংশু স্যারকে অনান্য স্যাররা দেখতে পারেন না। আড়ালে তারা হিমাংশু স্যারকে ডাকেন মালাউন। এতে হিমাংশু স্যারের মন খারাপ হয়না, কিংবা হলেও তিনি তা প্রকাশ করেন না।

অরু আজ বেগুনী রঙের শাড়ী পরেছে। শাড়ীর সাথে চশমার কম্বিনেশনে হাতে লাগছে কলেজে কোন ম্যাম এর মতো; যে ম্যাম রসায়ন বা গণিতের মতো জটিল বিষয় পড়ান না, পড়ান বাংলা কিংবা ইংরেজি সাহিত্য! হিমাংশু স্যার অরুর হাতে কদমফুল দিয়ে বলতে গেলেন, 'ভালো থেকো মা।' তিনি 'মা' পর্যন্ত বলার আগেই কেঁদে ফেললেন।

অরুও কাঁদছে। অরুর কাজল চোখের জলের সাথে গালে লেপ্টে গেছে। অরুর ধারণা হিমাংশু স্যার একজন বোকা মানুষ। বোকা মানুষরা শান্তি প্রিয় হলেও জগৎে তারা শান্তিতে থাকতে পারেন না। চালাক মানুষরা তাদের শান্তিতে থাকতে দেয়না। হিমাংশু স্যারও শান্তিতে নেই এই কলেজে। তাও অরুর মতো এই অগণিত সন্তানদের ভালোবাসায় হিমাংশু স্যার এখানে পড়ে থাকেন। এই মানুষটাকে কি না কেঁদে বিদায় দেয়া যায়?

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল