• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বন্ধ বি‌নোদন কেন্দ্র, যমুনা পা‌ড়ে দর্শনার্থীরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মে ২০২১  

ক‌রোনার কার‌ণে বন্ধ রয়েছে টাঙ্গাইলের বি‌নোদন কেন্দ্রগুলো। এ অবস্থায় ঈ‌দের আনন্দ উপ‌ভোগ কর‌তে যমুনা নদীর পা‌ড়ে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা। বিধিনিষেধ উ‌পেক্ষা করে প‌রিবার নি‌য়ে সেতু এলাকায় ভিড় জমিয়েছেন তারা। শুক্রবার (১৪ মে) বিকে‌লে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় এ দৃশ্য দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের পর থেকে প‌রিবারের সদস্যদের নি‌য়ে বঙ্গবন্ধু সেতু ও যমুনা পা‌ড়ে ঘুরতে এ‌সে‌ছেন হাজারো দর্শনার্থী। লেগুনা, মাই‌ক্রোবাস, প্রাই‌ভেটকার, মোটরসাই‌কেল, সিএন‌জি ও ব্যাটারিচা‌লিত অ‌টো‌রিকশাযো‌গে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় ঘুরেছেন তারা।

কেউ কেউ প‌রিবার নি‌য়ে স্পিডবোট, নৌকায় ক‌রে বঙ্গবন্ধু সেতুর কা‌ছে গি‌য়ে সেতুর সৌন্দর্য উপ‌ভোগ করেছেন। নৌকায় জনপ্রতি ৩০ টাকা এবং স্পিডবোটে ১০০ টাকা ভাড়া গুনতে হয়। এক‌টি স্পিডবোটে ১২-১৫ জন যাত্রী তোলা হ‌য়।

দর্শনার্থীরা জানালেন, বিধিনিষেধের কার‌ণে দে‌শের সব বিনোদন কেন্দ্র বন্ধ। ঈ‌দে প‌রিবারের সদস্যদের নি‌য়ে বেড়া‌নোর মতো ভালো জায়গা নেই। তবে বঙ্গবন্ধু সেতুপূর্ব যমুনা পাড় খুব সুন্দর জায়গা। এখা‌নের আবহাওয়া ও প‌রি‌বেশ অ‌নেক সুন্দর। নৌকা ও স্পিডবোটে চ‌ড়ে সেতুর সৌন্দর্য উপ‌ভোগ করা যায়। ঈ‌দের প্রথম দি‌নে প্রচুর জনসমাগম হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় ঘুর‌তে আসা মোশাররফ হো‌সেন বলেন, ঈদে প্রতি বছর এখা‌নে বেড়া‌তে আ‌সি। এমন সুন্দর প‌রি‌বেশ আশপাশে নেই। ত‌বে এবার মানুষের উপস্থিতি কম। স্পিডবোটের ভাড়া বে‌শি। ১০ মি‌নি‌টের জন্য জনপ্রতি ১০০ টাকা ক‌রে নেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম বলেন, ঈদে প্রচুর দর্শনার্থী যমুনার পা‌ড়ে ঘুরতে এ‌সে‌ছেন। আইনশৃঙ্খলা রক্ষাসহ স্বাস্থ্যবি‌ধি নিশ্চিত করতে অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল