• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নাগরপুরে প্রতিবাদ সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিবাদ্য সামনে নিয়ে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বাস্কর্য ভাঙ্গচুর কারীদের দ্রুত শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, নাগরপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, সরকারী কলেজের প্রভাষক মো. শরিফ মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন শাকিল, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, প্রশাসনি কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সুবজ, মীরনগর নঙ্গিনাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল ইসলাম মুকুল ও যদুনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ হারুন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বলেন, আমরা বিভিন্ন সরকারি কর্মকান্ডে নিজেদের কে সম্পৃক্ত করতে পারছি স্বাধীন দেশের নাগরিক বলে। তিনি আরো বলেন, স্বাধীনদেশে জাতির পিতার অপমান আমরা কিছুতেই হতে দিতে পারি না। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেত্রীত্বে বাংলাদেশ আজ অনেক ক্ষেত্রেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের একজন নাগরিক ও প্রজান্ত্রতের কর্মচারী হিসেবে দেশের সকল নাগরিকের প্রতি আহবান আসুন আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের উন্নয়নে অবদান রাখি।

এ সময় প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল