• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ফিরে দেখা : উড্রো উইলসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৯  

ফিরে দেখা : উড্রো উইলসন

ফিরে দেখা : উড্রো উইলসন

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি ছিলেন থমাস উড্রো উইলসন। ১৯২৪ সালের আজকের এই দিনে (৩ ফেব্রুয়ারি) তিনি মৃত্যুবরণ করেন।

উড্রো উইলসন ১৮৫৬ সালের ২৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি দাসত্ব পরিবারে জন্মগ্রহণ করেন। ভার্জিনিয়ায় জন্ম নিলেওউইলসন তার শৈশব ও কৈশোর আগস্টা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও কলম্বিয়াতে কাটিয়েছিলেন। তার বাবা ছিলেন দক্ষিণের প্রিসবিটারিয়ানের একজন নেতৃস্থানীয় এবং আমেরিকার কনফেডারেট স্টেটসে প্রিসবিটারিয়ান চার্চের গুরু।

শুরু থেকেই পড়াশোনায় তেমন আগ্রহী ছিলেন না। ছেলেবেলা থেকেই তিনি খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত সময় পার করতেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাজনৈতিক বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৮৮৬ সালে পিএইচডি গ্রহণের পর আমেরিকার বিখ্যাত কর্নাল ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে নিয়োগ পান। তবে তিনি সেখানে ফুলটাইম কর্মী হিসেবে ছিলেন না। কর্নাল ইউনিভার্সিটির পার্টটাইম অধ্যাপক ছিলেন। এর আগে তিনি আমেরিকান বায়ার্ন মর কলেজ এবং ওয়েসলি ইউনিভার্সিটিতে ৩ বছরের জন্য কোচ হিসেবে চাকরি করেছিলেন। তিনি সেখানে ফুটবল দলের কোচ হিসেবে কাজ করতেন।

১৯১০ সালে ডেমোক্রেটিক নেতারা তাকে নিউ জার্সির গভর্নর পদে নিয়োগ দেন। ১৯১১ থেকে ১৯১৩ সাল পর্যন্ত সেখানে সেবা প্রদানের সময় উইলসনের সাথে দলীয় নেতাদের মতবিরোধ দেখা দেয় এবং তিনি বহু প্রগতিশীল সংস্কারের পথ অতিক্রম করেন। নিউ জার্সিতে উইলসনের সাফল্য তাকে অগ্রগতিশীল সংস্কারক হিসাবে জাতীয় খ্যাতি প্রদান করে।

১৯১২ সালে মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হওয়ার পরও খেলার প্রতি তার ভালোবাসা কমেনি। ফুটবল ছাড়াও বেসবল, ভলিবল এবং গলফ খেলার প্রতি তার আগ্রহ ছিল লক্ষ্য করার মতো। এ ছাড়া উইলসন ১৯০২ সাল থেকে ১৯১০ সাল পর্যন্ত প্রিন্সটন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ফুটবল দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল