• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্লাজমা দিয়ে ক্যান্সার ও এইডসের ওষুধ বাংলাদেশেই উৎপাদন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

বৈশ্বিক মহমারি করোনার সময়ে যখন সব কিছু স্থবির, বিশ্ব ঝুঁকছে প্রাণঘাতি ভাইরাস করোনার ভ্যাকসিন তৈরিতে ঠিক তখনই প্রায় আড়াই হাজার কোটি টাকা সমমূল্যের বিদেশী বিনিয়োগ পেল বঙ্গবন্ধু হাইটেক সিটি। যেখানে মানুষের প্লাজমা থেকে ক্যান্সার ও এইডসের ওষুধ উৎপাদনে ব্যয় হবে এই অর্থ। খবর ওয়েবসাইটের। বড় ধরনের বিদেশী বিনিয়োগ পেল কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি দফতরে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, তিন শ’ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে অরিক্স বায়োটেক নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হাইটেক সিটিতে মানুষের দেহ থেকে বছরে ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করা হবে। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, বঙ্গবন্ধু হাইটেকসিটিতে আমরা বছরে ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করব। যার সঙ্গে ২০টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে। ক্যান্সার, এইডস, সার্স, ইনফ্লুয়েঞ্জা ও মুখের বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগের বায়োটেক ওষুধ তৈরি হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অরিক্স বায়োটেককে ব্লক-২ এ ২৫ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল