• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রেমবিরোধী মিছিলের হুমকি দিল বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

‘প্রেম করবো না, টেনশন নিব না’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটি হাতে নিয়েছে নানান কর্মসূচি। ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববির) সিঙ্গেল শিক্ষার্থীদের নিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে প্রেম বিরোধী মিছিল হবে। 

 

মিছিলটি ভোলা রোড, লাইব্রেরি, ক্যাফেটারিয়া, শহীদ মিনার, ক্যাফেটারিয়ার সামনে সিঙ্গেল চত্বর, হতাশা চত্বর, মুক্ত মঞ্চসহ গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করার কথা রয়েছে। 

এছাড়া কোনো অশালীন কর্মকাণ্ড দেখামাত্র প্রক্টরকে ফোন করা, একাধিক প্রেমে যুক্তদের প্রলয়লীলা দেখা মাত্র বাকি প্রেমিক বা প্রেমিকার কাছে সংবাদ পাঠানো, হাতে-নাতে ধরা খাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা, একাধিক সম্পর্কে যুক্তদের সিঙ্গেল করার জন্য যুপোপযোগী ব্যবস্থা করা, ১৪ ফেব্রুয়ারি বাদ জুমা প্রেমে আসক্ত তরুণ সমাজের মঙ্গল কামনা ও তাদের সু-পথে আসার জন্য বিশেষ মোনাজাতেরর কর্মসূচি নেয়া হয়েছে।  

 

এ সব কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে ৫৮ সদস্যের সিঙ্গেল কমিটি। কমিটির সভাপতি হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নবীর হোসেন জয় ও সাধারণ সম্পাদক হলেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আল- আমিন।

 

এ ছাড়া সহ-সভাপতি পদে  বনি আমিন (রসায়ন বিভাগ), শাহরিয়ার সাজ্জাত (রয়ায়ন বিভাগ), আতাউল্লাহ তামিম (বোটানি বিভাগ), আল আমিন (অর্থনীতি  বিভাগ), আল আমিন রায়হান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), গোলাম রাব্বি, রাকিবুল হাসান (অর্থনীতি বিভাগ), ওবায়দুর রহমান (ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগ), বাধন (আইন বিভাগ), হাবিবুর রহমান (রসায়ন বিভাগ), প্রান্ত (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ), সোহেল (ফিন্যান্স অ্যান্ড বিভাগ), আল মামুন (অর্থনীতি বিভাগ), ইব্রাহীম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ),  মজনু মিয়া (আইন বিভাগ), মোকসুদুল হাসান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মনিরুজ্জামান হাসান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), রুহুল আমিন (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), রাজু গাজী (বাংলা বিভাগ), হাসানুল বান্না (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

 

যুগ্ন সাধারণ সম্পাদক সজিব (ইংরেজি বিভাগ), আব্দুর রহমান (রসায়ন বিভাগ), তামিম (রসায়ন বিভাগ), শাহরিয়ার কবির ইমন (ইংরেজি বিভাগ), মাইনুল ইসলাম(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মোস্তফা কামাল(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সাজিদুল মুঈদ (আইন বিভাগ), মমিন ইউ আহমেদ (আইন বিভাগ), ইব্রাহিম হাওলাদার (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ), জয়নাল আবেদীন (গণযোগাযোগ ও সাংবাদিকতা), নাহিয়ান নাকিব (লোকপ্রশাসন বিভাগ) সাংগঠনিক সম্পাদক, মুহিবুল্লাহ (দর্শন বিভাগ)। 

 

উপ-সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম (দর্শন বিভাগ), গালিব ইবনে কালাম (লোক প্রশাসন বিভাগ), সাইফুল ইসলাম শুভ (লোকপ্রশাসন বিভাগ), আরিফুর রহমান টিটু (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)।

 

প্রেমের অপকারিতা পরামর্শ বিষয়ক সম্পাদক :মাহমুদুল হাসান তমাল (মৃত্তিকা ও পরিবেশ  বিজ্ঞান বিভাগ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: জুয়েল রানা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), পুরুষ উন্নয়ন বিষয়ক সম্পাদক: ওমর ফারুখ (কোস্টাল স্টাডিজ এন্ড ডিজেস্টার  ম্যানেজমেন্ট বিভাগ) সচেতন সিঙ্গেল ঐক্য বিষয়ক সম্পাদক: মেহেদি হাসান (মার্কেটিং বিভাগ), পরিবেশ বিষয়ক সম্পাদক: ইমতিয়াজ নূর হৃদয় (মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান  বিভাগ), ক্রিয়া বিষয়ক সম্পাদক: নাহিদ হাসান শুভ্র (রসায়ন বিভাগ), মানব সম্পদ  বিষয়ক সম্পাদক: নাঈম ইসলাম (দর্শন বিভাগ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: লাচু মোল্লা (মার্কেটিং বিভাগ), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: জয়নাল আবেদীন (গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অর্থ সম্পাদক: ইব্রাহীম হাওলাদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), প্রচার সম্পাদক: শাহরিয়া সরকার ইমন (ইংরেজি বিভাগ), আইন বিষয়ক সম্পাদক: রিয়াদ হোসেন (আইন বিভাগ), রাজনৈতিক বিষয়ক সম্পাদক: হাইউল গাজী (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), শিক্ষা বিষয়ক সম্পাদক: সানজিত হোসেন নাঈম (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), দফতর সম্পাদক: ওমর ফারুখ অভি। কার্যনির্বাহী সদস্য হামিম হাওলাদার, শওকত মীর, মীর শরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল