• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রথম বইটি নায়লা নাঈমের হাতে তুলে দিবেন আহমেদ সাব্বির

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

২৮ সেপ্টেম্বর বিপনণে যাবে নায়লা নাঈমের জীবনী ভিত্তিক বই " নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান "।  ২৫ তারিখ বই প্রিন্ট হয়ে আসলেও  বিশেষ কারণে  চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বিরের লেখা  নায়লা নাঈমের জীবনী ভিত্তিক বইটির ব্যাপারে  এই সিদ্ধান্ত নিয়েছে গ্রন্থিক প্রকাশণ। আগ্রহী পাঠকগণ ইতমধ্যে অনলাইনে বইটির জন্য প্রি অর্ডার করতে শুরু করেছেন গ্রন্থিক প্রকাশন এর অনলাইন বুক সপে । দেশের সব থেকে বড় বই বিপণণ কারি প্রতিষ্ঠান রকমারি, বই বাজার সহ আরো কিছু বিপণণ প্লাটফর্মেও  বইটি প্রি অর্ডার করা যাচ্ছে। রিলিজ হবে হবে করে দুই বছর পর বইটির আগমনী বার্তা নিশ্চিত করেছে প্রকাশক আব্দুর রাজ্জাক রুবেল। এর মধ্যে বইয়ের ইংরেজি সংস্করণ এর কাজ হয়ে গেছে এবং উর্দু সহ আরো কয়েকটি বহুল ব্যাবহৃত ভাষায় রুপান্তরের প্রক্রিয়া চলছে।  আগামী বছর কোলকাতা আন্তর্জাতিক বই মেলায় বইয়ের ইংরেজি সংস্করণ প্রকাশ হতে পারে। বই এর প্রথম পাতায় থাকছে নায়লা নাঈমের হাতে লেখা শুভেচ্ছাবার্তা।  

 

মোট বিশটি পৃথক চ্যাপটারে সাজানো বইটির মূদ্রিত মূল্য তিনশত টাকা। প্রথম মূদ্রণের প্রথম বইটি নায়লা নাঈমের হাতে তুলে দিবেন বই এর লেখক আহমেদ সাব্বির। এরপর " নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান " সকলের  জন্য উন্মুক্ত করা হবে।   এই মুহুর্তে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশেষ কোন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। 

 

তবে অদূর ভবিষ্যতে গল্প পাঠের আসর করার কথা ভাবছেন বই সংশ্লিষ্টরা। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল