• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

প্রকাশ পেলো শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ প্রকাশ করেছে সরকার। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী যারা সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তারা আগের মতোই এ পদে বহাল থাকবেন। তবে এই নীতিমালা জারির পরে প্রভাষকরা পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ প্রভাষক হবেন। বেসরকারি কলেজগুলোতে আর সহকারী অধ্যাপক পদবি থাকবে না। এ ছাড়া কলেজে যারা সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার হিসেবে কর্মরত আছেন তাদের পদবি ‘সহকারী শিক্ষক’ (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) হিসেবে পরিবর্তিত হবে। তবে তাদের বেতন ভাতাসহ সুযোগ সুবিধা আগের মতোই বহাল থাকবে। এ ছাড়া স্নাতক (পাস) কলেজে যারা গ্রন্থাগারিক হিসেবে কর্মরত আছেন তাদের পদবি ‘গ্রন্থাগার প্রভাষক’ হিসেবে পরিবর্তিত হবে। নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক একই সঙ্গে একাধিক পদে/চাকরিতে বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। সরকার চাইলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রধান হিসেবে শিক্ষক/কর্মকর্তা প্রেষণে নিয়োগ দিতে পারবে। এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের মূল বেতন/বোনাসের নির্র্ধারিত অংশ/উৎসব ভাতার নির্ধারিত অংশ বা বৈশাখী ভাতার নির্ধারিত অংশ সরকারের জাতীয় বেতন স্কেল ২০১৫ বা সরকারের সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সঙ্গে মিল রেখে করতে হবে। এদিকে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৫৪ হাজার ৩০৪ জনকে নিয়োগ দিতে গতকাল এ তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে এমপিও পদে ২৬ হাজার ৮৩৮ জন এবং নন-এমপিও পদে চার হাজার ২৬৩ সহ মোট ৩১ হাজার ১০১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থায় এমপিও পদে ১৯ হাজার ১৫৪ জন এবং নন-এমপিও পদে এক হাজার ৮৪২ জন নিয়োগ পাবে। এছাড়া সংরক্ষিত এমপিও পদে দুই হাজার ২০৭ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল ৩৪৩/২০১৯ মামলার রায়ে বাস্তবায়নের স্বার্থে দুই হাজার ২০৭টি পদ সংরক্ষিত রেখে ৫২ হাজার ৯৭টি পদে শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) ১ এপ্রিল প্রকাশ করা হবে। অনলাইনে দেওয়া আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়মও এসব ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রত্যেক আবেদনের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৪ এপ্রিল থেকে। আবেদনের শেষ তারিখ ও সময় ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল