• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ নেওয়ার দায়ে দালাল গ্রেপ্তার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলে পুলিশ ক্লিয়ারেন্স পেতে টাকা গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার এক দালালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. আসাদুজ্জামান ফরিদ (২৫)। তিনি সদর উপজেলার সাকরাইল গ্রামের মৃত কাবেল মিয়ার ছেলে।

 

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ভূঞাপুর উপজেলার আব্দুর রউফ নামক এক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করেন। পরে তিনি দালাল চক্রের সাথে যোগাযোগ করেন। দালাল চক্রের সদস্য আসাদুজ্জামান ফরিদ আব্দুর রউফের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স এনে দেয়ার কথা বলে বার হাজার টাকা নেয়। এ বিষয়টি জানার পর গোয়েন্দা পুলিশ এই চক্রকে ধরতে মাঠে নামেন। পরে বৃহস্পতিবার ফরিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ পুলিশ ক্লিয়ারেন্স এনে দেয়ার কথা বলে আব্দুর রউফের কাছ থেকে সাত হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

 

পুলিশ সুপার জানান, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স নিতে কোথাও কোন টাকা পয়সা লাগে না। আব্দুল রউফের পুলিশ ক্লিয়ারেন্স গতানুগতিক স্বাভাবিক নিয়মেই হয়েছে। দালাল চক্র প্রতারণা করে তার কাছ থেকে টাকা নিয়েছেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল