• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নেত্রী চাইলে নির্বাচন করবো : শাফায়েতুল ইসলাম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

নেত্রী চাইলে নির্বাচন করবো : শাফায়েতুল ইসলাম

নেত্রী চাইলে নির্বাচন করবো : শাফায়েতুল ইসলাম

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে নৌকার কাণ্ডারী কে হবেন এ নিয়ে দলীয় পরিমণ্ডলের বাইরেও চলছে আলোচনা। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর এ নিয়ে সবার মধ্যে বাড়তি আকর্ষণ কাজ করছে।

শুক্রবার (০৯ নভেম্বর) সকালে সৈয়দ আশরাফ ও নিজের জন্য দু’টি মনোনয়ন ফরম নিয়েছেন ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম।

১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সৈয়দ শাফায়েতুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। আর সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মূলত শারীরিক অসুস্থতার কারণেই সৈয়দ আশরাফ যদি শেষ পর্যন্ত নৌকার প্রার্থী হতে না পারেন, সেক্ষেত্রে স্থলাভিষিক্ত হতে পারেন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ ছেলে সৈয়দ শাফায়েতুল ইসলাম।

শাফায়াতুল ইসলাম জানান, ‘সৈয়দ আশরাফের শারীরিক অবস্থা সম্পর্কে নেত্রী ভালো জানেন। তিনিই সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে। নেত্রী যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমি নির্বাচন করবো।’

শুক্রবার (০৯ নভেম্বর) দুপুরে তার সঙ্গে আলাপে এমন অভিমত প্রকাশ করেন সৈয়দ শাফায়েতুল। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হলেও রাজনীতিতে মোটেও নতুন নন তিনি। তৃণমূল রাজনীতিতেও অভিজ্ঞতা রয়েছে তার।

সেই কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে। জন্মের পর থেকেই রাজনীতি দেখেছি। ১৯৭০ সালের নির্বাচনে আমার বাবা সৈয়দ নজরুল ইসলামের নির্বাচনের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছি’।

‘আমি তখন দশম শ্রেণির ছাত্র। তখন নির্বাচনী এলাকা আরো বড় ছিলো। ২০০২ সাল থেকে আমি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলাম। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে আমি বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম। ভাই জাতীয় নেতা হওয়ায় স্থানীয়ভাবে কিশোরগঞ্জে দলীয় নেতা-কর্মীদের দেখভাল আমিই করতাম।’

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ‘এক্ষেত্রে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার জন্যই কাজ করবো।’

একই আসন থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিনের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে সৈয়দ শাফায়েতুল ইসলাম বলেন, মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেবেন নেত্রী। ফরম যে কেউ কিনতে পারেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল