• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নীতি সহায়তার কারণে দেশে ডিজিটাল ডিভাইস উৎপাদন বাড়ছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০  

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনা সরকারের নীতি সহায়তার কারণে দেশেই উৎপাদিত হচ্ছে ল্যাপটপ, মোবাইল ফোন। শক্তিশালী আইসিটি অবকাঠামো তৈরি হয়েছিল বলেই আজ কভিড-১৯ মহামারিকালে প্রায় সব কার্যক্রমই স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। নীতি সহায়তা, সক্ষমতা তৈরি এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দ্বারপ্রান্তে। এ তিনটি খাতে অগ্রগতির কারণেই কভিড-১৯ মহামারিকালে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে অনলাইনে বলে তিনি উল্লেখ করেন।

 

গত বুধবার আগারগাঁওয়ে বিসিসি মিলনায়তনে ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল (এসিএমপি) ৪.০ গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এলআইসিটি প্রকল্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) যৌথ উদ্যোগে এর আয়েজন করা হয়। আইবিএর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল