• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নির্বাচনের তারিখ পরিবর্তন করায় অনশন ভেঙে শিক্ষার্থীদের উল্লাস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

আসন্ন ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পরিবর্তন করায় অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারী শিক্ষার্থীরা। 

 

এছাড়া নির্বাচন কমিশন তাদের দাবি মেনে নেয়ায় আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

 

শনিবার রাতে নির্বাচন কমিশনের ঘোষণার পর পৌনে ৯টায় দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের পানি ও শরবত খাইয়ে অনশন ভঙ্গ করান।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা উপস্থিত ছিলেন।

 

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তারিখ একই দিনে হওয়ায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। টানা তিন দিন আমরণ অনশন কর্মসূচির ফলে অনশনরত শিক্ষার্থীদের অধিকাংশ অসুস্থ হয়ে পড়েন। অবশেষে শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল