• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাস্তিক মুরতাদ লতিফ সিদ্দিকী’র সাতকাহন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

সম্মানিত কালিহাতী বাসি,
আসসালামুআলাইকুম,
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে লতিফ সিদ্দিকী কালিহাতী আসনে বিজয়ী হয় এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের দায়িত্ব পান।২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লতিফ সিদ্দিকী এবং  ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব পান।এর পর থেকে দম্ভ,অহমিকা এবং অহংকারে মানুষ কে মানুষ বলে মনে করতেন না।এর পরে একটি অনুষ্ঠানে আমেরিকা যান তিনি।আমেরিকায় টাঙ্গাইল জেলা সমিতির উদ্দ্যেগে আয়োজিত এক মত-বিনিময় সভায় হঠাৎ করে নবী করীম (সাঃ) কে নিয়ে কটুক্তি করে তিনি বলেন আব্দুল্লার বেটা মোহাম্মদ তার ডাকাত ও অলস বংশধররা কি করে খাবে?তিনি তাদের রোজগারের জন্য হজ্ব প্রথা চালু করেন(নাওযুবিল্লাহ)।ডাকাত শালারাতো অলস কি করে খাবে?বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ লোক আসবে হজ্বে।তার অনুসারী এবং বংশধর দের রোজগারের ব্যবস্থা হবে(নাওযুবিল্লাহ)।তিনি আরো বলেন আমি জামাতী ইসলামের যতটানা বিরুধী তার থেকেও ঘোর বিরুধী হজ্ব ও তাবলীগ জামাতের।কত ম্যান পাওয়ার যে নষ্ট হচ্ছে হজ্বে। শুধু খাচ্ছে আর খাচ্ছে। রিডাকশন দিচ্ছে কোন প্রোডাকশন দিচ্ছেনা(নাওযুবিল্লাহ)। গত ৫-ই মে বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলীর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে বলে মানুষ আমাকে জিঙ্গেস করে?আমি আল্লাহকে বিশ্বাস করি কিনা?তাই আমি বলি যদি মানুষ আল্লাহকে বিশ্বাস করে তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি।আর মানুষ যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে আমিও আল্লাহকে বিশ্বাস করিনা(নাওযুবিল্লাহ)।গত ৭-ই ডিসেম্বর শুক্রবার বল্লা মসজিদে দাড়িয়ে তিনি বলেন আমি কসম খেয়ে বলছি আমি হযরত মোহাম্মদ (সাঃ) হজ্ব ও তাবলীগ জামাত কে নিয়ে কোন কটুক্তি করি নাই।মসজিদে দাড়িয়ে যিনি এতবড় মিথ্যা কথা বলতে পারেন,তিনি কোন মুসলমান হতে পারেনা।লতিফ সিদ্দিকী একজন নাস্তিক। তাকে ভোট না দিয়ে কালিহাতী থেকে বিতারিত করাই প্রত্যেক মুসলমানের ইমানী দায়িত্ব। নাস্তিক লতিফ সিদ্দিকীর আমেরিকা ও ইছাপুরের বক্তৃতা গুলো দেখার জন্য ইউটিওবে সার্স দিলেই পেয়ে যাবেন।
আয়শা জুঁই
ছাত্রী
কুমুদিনী সরকারি মহিলা কলেজ, টাংগাইল। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল