• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমু শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে জাতির পিতার সমাধিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা

নাগরপুরে র‍্যাবের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ মে ২০২১  

টাঙ্গাইলে হিরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

৩০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬.৩০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন কোকাদাইর গ্রামস্থ একতা যুব উন্নয়ন সংঘ ক্লাব ঘরের সামনের রাস্তায় এ অভিযান পরিচালনা করে।

এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

আটককৃত আসামী নাগরপুর উপজেলার কোকারাইদ গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে গোলাম কিবরিয়া (৩৮)।
 
আসামী গোলাম কিবরিয়া জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার নাগরপুর থানা’সহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।
 
এবিষয়ে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান বলেন, আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল