• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রারের উপর হামলা: একজন গ্রেপ্তার রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন ইসলামপুরে কৃষকরা পেল উন্নত মানের বীজ কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়

নাগরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর খাদ্যসামগ্রী বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুরে দিনমজুর সহ বিভিন্ন শ্রেণিপেশার নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসকল অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।

শুক্রবার সকালে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 
উপজেলার ১২ টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিয়ন কমান্ডারদের হাতে তাদের নিজ নিজ ইউনিয়নের কর্মহীন মানুষদের জন্য খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বাদশা, নীরেন্দ্র নাথ পোদ্দার, মজিবর রহমান ও মনিরুল ইসলাম প্রমূখ। উপজেলার কর্মহীন ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল