• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে বাল্য বিবাহ বন্ধ শীর্ষক র‌্যালী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

“বাল্য বিবাহ কে না বলি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বাল্য বিবাহ বন্ধ শীর্ষক আলচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে বাল্য বিবাহ প্রতীরোধে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার শরিফ নজরুল ইসলাম ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, ইউনিসেফ ঢাকা ও ময়মনসিং বিভাগের চীফ অফ ফিল্ড অফিস মো. ওমর ফারুক,ভাইস চেয়ারম্যন মো. হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্্রা প্রমূখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল