• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

সারা দেশের মত টাঙ্গাইলের নাগরপুরেও বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
পরে সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম প্রথম পুষ্পস্তবক অর্পন করেন। এর পর থানা পুলিশের পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনসহ অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ উপলক্ষে উপজেলা যুবলীগ জনস্বাস্থ্য বিবেচনায় তাদের কর্মসূচী সীমিত পরিসরে কেক কাটা ও আতশবাজির মাধ্যমে পালন করে।

এছাড়া দুপুরে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনজাত, দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাত ৮ টায় আতশবাজির আয়োজন করা হয়।

এছাড়াও উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সরকারি বেসরকারি দপ্তরে আলোকসজ্জা করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল