• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সকালে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর সরকারি যদুনাথ মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে নাগরপুর ফায়ার সার্ভিস কর্তৃক অনুষ্ঠিত অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা বিষয়ক মহড়ায় অংশ নেয়।

অগ্নিকান্ড মোকাবিলার বিভিন্ন বিষয় গুলো তুলে ধরে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি অভিজ্ঞ দল ডিসপ্লে মহড়া প্রদর্শন করে।

পরে উপজেলা মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান শাকিল, নাগরপুর সরকারি যদুনাথ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আবু বকর, আনসার ভিডিপি অফিসার রুবি আক্তার প্রমূখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল