• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে ধলেশ্বরী নদীর মাটি কাটা বন্ধে পুলিশি অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০  

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর মাটি কাটা ও পরিবহনের দায়ে দুটি বড় ড্রাম ট্রাক জব্দ করেছে নাগরপুর থানা পুলিশ। গতকাল রোববার একটি র্শীষস্থানীয় জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ধলেশ্বরী পাড়ের মাটি বিক্রির  হিড়িক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসনসহ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীতে অবৈধ মাটিকাটা বন্ধ করতে কাজ করছে থানা পুলিশ। মাটি কাটার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। যারা গভীর রাত থেকে সকাল পর্যন্ত লোকচক্ষুর আড়ালে নদীর মাটি কেটে ব্যবসা করে আসছিলো।
 
এটা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ পরিবেশিত হলে থানা পুলিশ গতকাল রোববার (২০ ডিসেম্বর) বিকেলে বিপননের উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শেখ হাসিনা সেতুর পার্শ্ববর্তী রাস্তা হতে দুইটি ড্রাম ট্রাক আনুমানিক ৫০০ ফুট বালুসহ  জব্দ করে। যার একটির নাম্বার ঢাকা মেট্রো ট ১৩-৬৬৬৯ ‘অপরটি ঢাকা মেট্রো ট ১৫-৭৪৫৯।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত চলছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল