• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

নাগরপুরে কর্মহীন গণপরিবহন শ্রমিকরা পেলো খাদ্য সহায়তা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মে ২০২০  

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিক ও ঢাকা ফেরত সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার সকালে উপজেলার বাসস্ট্যান্ডে কর্মহীন এ সকল শ্রমিকদের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

 

এ সময় উপজেলার ৮৩ জন কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

সৈয়দ ফয়েজুল ইসলাম এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকার শুরু থেকে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। কর্মহীন যে সকল মানুষ এখনও খাদ্য সহায়তা পায়নি তাদের মাঝেও পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। 

 

এছাড়া আমরা আমাদের হট লাইন সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত দুস্থ ও কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল