• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

 টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পাশাাপাশি উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে স্ব স্ব উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। কেউ মাস্ক বিতরন, হ্যান্ড সেনিটাইজার বিতরন অথবা কেউ জীবানুনাশক ওষুধ ছিটানোর কাজ হাতে নিয়েছে।

ইতিমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। তেমনি ভাবে উপজেলা ছাত্রলীগ নেতা ও নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল মামুন নাগরপুর উপজেলা বাসীর মধ্যে মাস্ক বিতরন ও শহরের গুরুত্বপূর্ন স্থানে জীবানুনাশক ওষুধ ছিটানোর কাজ হাতে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন ষ্ট্যান্ডে সিএনজি ইজিবাইক অটো রিক্সা ও ভাড়ি যানবাহনে এ জীবানুনাশক ওষুধ স্প্রে করা হয়। তার এ উদ্যোগকে যাত্রী ও গাড়ির চালকরা সাধুবাদ জানিয়েছে।

ছাত্রলীগ নেতা ও সাবেক ভিপি আল মামুন জানান, সারা বিশ্বে এখন করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এবং সকল মানুষকে সচেতন করতে এ কর্মসূচী হাতে নিয়েছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল