• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে অর্থ আত্মসাতের অভিযোগ করে সংবাদ সন্মেলন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

টাঙ্গাইলের নাগরপুরে পার্টনারশিপ ব্যবসার ৫৬ লাখ ২৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বাবুল ব্রিক্সের মালিক বাবুল দেওয়ানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ইটভাটার অপর পার্টনার আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ওই ভূক্তভোগী এ অভিযোগ করেন।
 
এক লিখিত অভিযোগে আবুল কালাম আজাদ উল্লেখ করেন, ২০১৯ সালে ২৫ লাখ টাকা দিয়ে নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামের মোন্নাফ দেওয়ানের ছেলে বাবুল দেওয়ানের মালিকানাধীন মেসার্স বাবুল ব্রিক্স নামে ইটভাটার অর্ধেক শেয়ার কেনেন একই উপজেলার গোপালপুর গ্রামের মৃত আরফান আলীর ছেলে আবুল কালাম আজাদ।
 
এছাড়া দেড় লক্ষ ইট বাবাদ ৯ লাখ টাকা এবং আরও নগদ ৪ লাখ ২৯ হাজার টাকা সহ সর্বমোট ৫৬ লাখ ২৯ হাজার টাকা প্রদান করেন।

তিনি বলেন, আমি ইটভাটার অর্ধেক মালিক হওয়া সত্বেও বাবুল দেওয়ান আমাকে না জানিয়ে ইটভাটাটি অন্যত্র বিক্রি করে দিয়েছে। ইটভাটা বিক্রি করে আমাকে আমার পাওনা টাকা পরিশোধ না করে প্রতারনা করে অর্থ আত্মসাতের পায়তারা করতেছে।

এ ঘটনায় কয়েক দফা দেন দরবার ও গ্রাম্য শালিস বৈঠক বসলেও টাকা দিতে তিনি তালবাহানা করেন।

তিনি সংবাদ সম্মেলনে ওই প্রতারকের বিচার দাবি ও তার অর্থ ফেরত পেতে রাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে বাবুল ব্রিক্সের মালিক বাবুল দেওয়ান বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। চুক্তি মোতাবেক কালামের সাথে ব্যবসায়িক সকল পাওনা আমি পরিশোধ করেছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল