• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নরেন্দ্র মোদির এলাকায় ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে শিশুরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনায় লকডাউন পুরো ভারত। ফলে অচল হয়ে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা। তাই দেশটিতে খিদের জ্বালায় ঘাস খাচ্ছে শিশুরা! ঘটনাটি ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারানসীতে।

 

বারানসীর বড়াগাঁও এলাকার কৈরিপুর গ্রামের ছটি শিশুর নুন দিয়ে ঘাস খাওয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। কর্মকর্তার পৌঁছে যান রেশনের সাহায্য নিয়ে৷ মোদির লোকসভা এলাকায় এ হেন চিত্র ধরা পড়াতে তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে। অনেকে ব্যঙ্গ করে বলছেন, ‘এটাই আমাদের প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার (২৪ মার্চ) দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন। এই পরিকল্পনাহীন লকডাউনের ফলে দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষরা চরম দুর্যোগের মধ্যে পড়েছে।

 

বুধবার ভিডিও কনফারেন্সে বারনাসীর মানুষদের সঙ্গে মনের কথাও বলেছেন মোদি। কিন্তু গ্রামের মানুষদের খিদের কথা তিনি বোধহয় শোনার সময় পাননি। ভিডিও কনফারেন্স এবং করোনার প্রকোপে লকডাউনের সময়ে এমন চিত্র সামনে আসায় বেজায় অস্বস্তিতে এখন মোদি সরকার। এ কারণে দেশটিতে ক্ষতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ছাড়াও মাঠে নেমেছেন জেলাশাসক।

 

বারনাসীর জেলাশাসক কৌশল রাজ শর্মার দাবি, ওই শিশুগুলো গাছ থেকে আখড়ি ডাল ও ছোলা খাচ্ছিল। ওদের পরিবারের রেশন কার্ড রয়েছে। এ মাসের রেশনও তারা পেয়েছে৷ তারপরেও অবশ্য এই ঘটনার পর ওদের বাড়িতে আমরা অতিরিক্ত রেশন পৌঁছে দিয়েছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল