• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নবী (সা.) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন; প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ধনবাড়ী জামীয়া আরাবিয়া বাজার মাদরাসার উদ্যােগে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের তৌহিদী জনতা।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেঁতুল তলা মোড় নামক স্থানে আলোচনা সভা করেন তারা।

এসময় বক্তব্য রাখেন- মুফতি রফিকুল ইসলাম, লুৎফর রহমান, মুরশিদুল আলম, কারী রবিউল ইসলাম রনি, কারী মো. রুহুল আমিন, মাওলানা

মো. রশিদ আহমাদ ফরাজি, মাহমুদুল হাসান, আমিনুল ইসলাম, সৈয়দ ফরহাদ আলী ও হাফেজ আবু সাইদ পাঠান প্রমুখ।

সভায বক্তারা বলেন- নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করা এটা ইসলাম ধর্মকে ব্যাপকভাবে হেয় করা হয়েছে। কটুক্তিকারীরা সবাই নাস্তিক। তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। এছাড়াও বক্তৃতারা দেশবাসীকে ফ্রান্সের সকল পণ্য বয়কটের দাবিও জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল