• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধুনটে স্বেচ্ছায় গৃহবন্দিরা পেল সরকারি সহায়তা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে স্বেচ্ছায় গৃহবন্দি নিম্ন আয়ের ২০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে মানবিক সহায়তা হিসাবে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়।

 

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, আবু বক্কর, জরিনা বেগম, আছমা খাতুন, আব্দুর রশিদ, বাবুল মন্ডল প্রমূখ।   

 

উল্লেখ্য, এ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার জন্য ২৫ মেট্রিকটন চাল ও নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে পৌরসভায় ৫ মেট্রিকটন ও প্রত্যেক ইউনিয়ন এলাকায় ২ মেট্রিকটন করে চাল বরাদ্দ দেওয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল