• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধুনটে যাযাবরদের পাশে দারিদ্র বিমোচন যুব সংস্থা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

বগুড়ার ধুনট উপজেলায় দারিদ্র বিমোচন যুব সংস্থা নামে বেসকারী একটি সংগঠনের উদ্যোগে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া যাযাবর বেদে সম্প্রদায় ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

রবিবার সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে বাঙালী নদীর পাড়ে অবস্থান নেওয়া ২০টি বেদে পরিবার এবং স্থানীয় কর্মহীন ১০০টি পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন, মরিচ, সাবান, বেগুন ও মুড়ি। 

 

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকাড়, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদ, দারিদ্র বিমোচন যুব সংস্থার সভাপতি শাহীন আলম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সুমন রহমান রাসেল, সহসভাপতি রাজু ইসলাম রিপন, হাসানুর রহমান নিলু, কোষাধ্যক্ষ রাজিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলম, শফিকুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন, আনিছুর রহমান আনছার, সমাজসেবক রেজাউল করিম রুবেল, একেএম মাকছুদুল হাসান মনি, সোহেল রানা সরকারসহ দারিদ্র বিমোচন যুব সংস্থার সকল সদস্য বৃন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল