• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধুনটে মহিলা আ’লীগের ২ নেত্রী স্বপদে বহাল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

বগুড়ার ধুনট উপজেলায় মহিলা আওয়ামী লীগের ২ নেত্রীর বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগ।

 

নেত্রীরা হলেন, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাপিয়া খাতুন ও মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা খাতুন। 

 

সোমবার দুপুর ২টার দিকে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খাদিজা খাতুন শেফালী ও সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

 

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুল বোঝাবুঝির কারনে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ধুনট উপজেলার চৌকিবাড়ি ও মথুরাপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি দল থেকে বহিস্কার হন। এ লক্ষ্যে শনিবার ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পাপিয়া খাতুন ও সেলিনা খাতুনের বহিস্কাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

 

বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারনে ২ নেত্রী বহিস্কার হয়েছিলেন। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তাদের বহিস্কাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল