• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

ধুনটে বাবার জন্য প্রাণ গেল প্রতিবন্ধী ছেলের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

বগুড়ার ধুনট উপজেলায় বাবাকে নৌকাযোগে আনতে যাবার সময় নদীতে ডুবে রাশেদ বাবু (১৭) মারা গেছেন। নিহত রাশেদ বাবু উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাঙালী নদীর নান্দিয়ারপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, রাশেদ বাবু জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধী। তার একটি হাত অকেজো। বাঙালী নদীর উত্তর পাড়ে তার বাড়ি। তার বাবা কজের উদ্দ্যেশে নদীর দক্ষিন পাড়ে যান। বিকলে ৪টার দিকে রাশেদ বাবু ব্যক্তিগত ডিঙ্গি নৌকা নিয়ে এক হাতে বৈঠা চালিয়ে বাবাকে নিতে নদীর দক্ষিন তীরের দিকে রওনা হন।

 

এ সময় তার বাবা নদীর দক্ষিনে পানির কিনারে ছেলে নৌকার জন্য অপেক্ষা করছিলেন। কিন্ত বিধি বাম। রাশেদের নৌকাটি নদীর মাঝপথে পৌছামাত্র পানির প্রবল স্রোতে ডুবে যায়। ছেলের দূর্ঘটনার এমন দৃশ্য দেখে তার বাবা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগীতায় বেড় জাল দিয়ে নদী থেকে রাশেদের ভাসমান মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, নদীতে নৌকা ডুবে রাশেদ বাবু মারা গেছে। আইনী প্রক্রিয়া শেষে রাশেদের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্ত করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল