• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধুনটে গণপিটুনিতে আহত গরু চোরের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

বগুড়ার ধুনটে গণপিটুনিতে আহত তিন গরু চোরের মধ্যে বানিয়া চন্দ্র (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত বানিয়া চন্দ্র উপজেলার চৌকিবাড়ি গ্রামের হরিপদের ছেলে। শুক্রবার বেলা ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

 

আহত আরও দুই গরুচোর উপজেলার খাদুলী কামারপাড়া গ্রামের তমেজ উদ্দিনের ছেলে আব্দুস ছালাম (৪২) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে জামরুল ইসলাম একজন আদর্শ কৃষক। অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতে গোয়ালঘরে গরু ও বাইসাইকেল রেখে ঘুমিয়ে পড়েন কৃষকের পরিবারের লোকজন। 

 

এ অবস্থায় শেষ রাতের দিকে চোরেররা জামরুলের গোয়ালঘর থেকে ১টি গরু ও ১টি বাইসাইকেল চুরি কেরে পালানোর চেষ্টা করে। তখন গৃহকর্তার চিৎকারে গ্রামবাসি ধাওয়া দিয়ে ৩ চোরকে হাতেনাতে আটকের পর গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। এসময় একই দলের আরো ৩ চোর কৌশলে পালিয়ে গেছে। 

 

এদিকে জনতার গণপিটুনীতে আহত ৩ চোরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্ত সেখানে তাদের শারীরিক অবস্থার অবণতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এ ঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে জামরুল ইসলাম থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক ৩ চোরসহ ৬ জনকে আসামী করা হয়েছে। 

 

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গণপিটুনিতে ৩ চোরের মধ্যে একজন মারা গেছেন। ময়না তদন্ত শেষে মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল