• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধান কাটতে কাজিপুর কৃষি অফিসের মাইকিং

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মে ২০২০  

বোরো মৌসুমের পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা দিয়ে মাইকিং করেছে কাজিপুর উপজেলা কৃষি অফিস। 

 

গত সোমবার সকাল থেকে বিকেলে অবধি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এই মাইকিং করা হয়। কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম জানান, ‘দ্রুত ধান কাটতে কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে এই মাইকিং কয়েকদিন অব্যাহত থাকবে।’ 

 

তিনি আরও জানান, ‘শতকরা আশি ভাগ ধান পেকে গেলেই কাটা যায়। তাছাড়া স্থানীয় আবহাওয়া এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ 

 

এবার কাজিপুরের চর এবং বিড়া অঞ্চলের ১৩ হাজার একশ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এরই মধ্যে চরাঞ্চলের ৩৮০ হেক্টর জমির ফসল কাটা সম্পন্ন হয়েছে।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল