• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে লটারীর মাধ্যমে পৌর মার্কেটের দোকান বরাদ্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা কিচেন মার্কেট ও ক্লথ মার্কেটের দোকান লটারীর মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার ধনবাড়ী পৌরসভা কার্যালয়ে উম্মুক্ত আলোচনাসভায় লটারীর মাধ্যমে কিচেন মার্কেটের ৬৬ টি দোকান ও ক্লথ মার্কেটের ১৬ টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।

আলোচনা সভায় ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আয়ূবী ও ধনবাড়ী থানার ওসি চান মিয়া।

এসময় ধনবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, কোহিনুর বেগম, পৌর সচিব আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুরর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শাহরিয়ার আলম শিবলু, ওয়ারেছ আলী বকল কিসলু, প্রেসক্লাবের সম্পাদক আনছার আলী, সাংবাদিক হাফিজুর রহমান, সমাজ সেবক রিপন পাঠান ও পৌর সভার সকল কর্মবর্তা-কর্মচারী সহ আওয়ামীলীগের নেতাকর্মী সহ দোকান বরাদ্দ নেওয়া আগ্রহী সকল দোকানীরা উপস্থিত ছিলেন।

ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জান বকল জানান, ধনবাড়ী পৌর সভায় প্রকাশ্যে নিয়ম অনুযায়ী দোকা বরাদ্দের মধ্যে যারা একাধিক প্রার্থী রয়েছে তাদেরকে লটারীর মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। রমজান উপক্ষে দ্রুতই পৌর মার্কেট খুলে দেওয়া হবে । তাই দ্রুত বরাদ্দ দেওয়া হলো। 

তিনি বলেন, ধনবাড়ী পৌর শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক মড়েল পৌরসভা গড়তে সকল কে সাথে নিয়ে কাজ করে যাব। এবং কী করোনা সচেতনতায় সকল কে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল