• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ধনবাড়ীতে বুধবার (২৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন সবজির দোকানে ১৫ হাজার ৫‘শত টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।


 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, ধনবাড়ী কাচা বাজরের পাইকারী বিক্রেতা আল-ইসলাম ট্রেডার্সের মালিক আবু বকরকে ১০ হাজার, একতা বাণিজ্যালয়ের মালিক বেলাল হোসেনকে ৩ হাজার টাকা, পাইকারী সবজি বিক্রেতা সবুর উদ্দিনকে ২ হাজার টাকা এবং মো. শাহজাহান অলীকে ৫‘শত টাকা জরিমান করা হয়। তারা বিভিন্ন সবজির দাম ক্রেতাদের নিকট থেকে বেশি রাখায় তাদের এ জমিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা,ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন,ধনবাড়ী মডেল থানার ওসি ওসি মো. চাঁন মিয়া,ধনবাড়ী প্রেসক্লাব সাম্পাদক সাংবাদিক আনছার আলী, আব্দুল্লাহ আবু এহসান, মো. ইউনুস, হাফিজুর রহমান, রমজান আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সুরুজ্জামান মিন্টু প্রমূখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল