• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে প্রবাস ফেরত ২ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ধনবাড়ীতে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার অপরাধে ২ প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এই জরিমানা করেন। এ সময় তার সাথে ছিলেন ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া।

এরা হলেন উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে রত্মা খানম (৩৫) এবং বীরতারা ইউনিয়নের কদমতলী পূর্বপাড়া গ্রামের মো. আ. হালিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫) । রত্মা খানমকে ৫ হাজার টাকা এবং মো. সাদ্দাম হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রত্মা খানম গত ১২ মার্চ সৌদি আরব থেকে এবং মো. সাদ্দাম হোসেন ১৬ মার্চ মালয়েশিয়া থেকে দেশে আসেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন বেশ কয়েকজন প্রবাসী। এর মধ্যে ২ জন হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। নিষেধ অমান্য করায় একজনকে ২০ হাজার ও অপর জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান করবে বলে অঙ্গীকারকারপত্রে স্বাক্ষর করেন।

এদিকে বিদেশ থেকে যে কয়েকজন প্রবাসী গ্রামের বাড়িতে এসেছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

ধনবাড়ী উপজেলায় এ পর্যন্ত ৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহনাজ সুলতানা ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল