• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত লোকমান হোসেন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ব্যাপারি পাড়া গ্রামের অসহায় দিনমুজুর মোঃ আব্দুল হামিদ ৬ সন্তান নিয়ে বসবাস করে আসছে। তার মেঝো ছেলে মোঃ লোকমান হোসেন (২৮) বিগত ১৩ বছর যাবত এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগছে।প্রথম দিকে শরীরের দু-একটি তিলক (ম্যাজ) জাতীয় দেখা দেয়। দিন মুজুর আব্দুর হামিদ প্রাথমিক ভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় ও ঔষধ কিনে খাওয়ায়। এতে কোন ফল হয় না বরং দিন দিন সারা শরীরে এর বিস্তার বেড়ে যায়, হাত ও পায়ে এর পরিমান স্বাভাবিকের চেয়েও বেশি, লোকমান হোসেন জানান, শীতের সময় এর প্রভাবটা বেশি লক্ষ করা যায়, সারা শরীরের জ্বালা যন্ত্রনায় অতীব বেড়ে যায়, যা সহ্য করার ক্ষমতা আমার থাকে না। আমার এই অবস্থা দেখে এলাকার লোকজন আমার সাথে মিশে না কথা বলে না, সবাই ছি ছি করে, চা স্টলে বা দোকানে গেলে আমাকে বসতে দেয় না। আমার গরীব বাবা-মার পক্ষে আমার সঠিক চিকিৎসার করার সাধ্য নেই। লোকমান হোসেন দু’চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি বাঁচতে চাই, সবার সাতে মিশতে চাই, আমাকে দেখে সবাই ভয় পায়। সবার মতো স্বাভাবিক জীবন যাপন করতে চাই। মাননীয় প্রধান মন্ত্রী আমি বাঁচতে চাই, আমার সু-চিকিৎসার ব্যবস্থা করুন। লোকমানের বাবা দিন মুজুর আব্দুল হামিদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এই ১৩ বছরে তেমন কোন সহযোগীতা বা প্রতিবন্ধির কোন কার্ডও পাইনি। স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রবীন কুমার সরকার বলেন, ধনবাড়ী-মধুপুরের মাটি ও মানুষের নেতা মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এম.পি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করে বলেন-লোকমানের সু- চিকিৎসার দাবি জানান, যাতে সে স্বাভাবি জীবন যাপন করতে পারে এবং বাঁচতে পারেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল