• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের ধনবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে অবাধে ভ্রম্যমাণ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।


 
বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিন উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝোপনার ঝিনাই নদীর ত্রিমোহনা থেকে এ ভ্রম্যামাণ ড্রেজার মেশিন জব্দ করেন। ড্রেজার মেশিনটি জব্দকালে উপস্থিত ছিলেন, মুশুদ্দি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপÍ) মোস্তফিজুর রহমান ফটু, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিএ মো. আলমঙ্গীর হোসেন ও ধনবাড়ী থানা পুলিশ।


 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবন্ধ চক্র স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ঝিনাই নদীর ত্রিমোহনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলো। সংবাদ পেয়ে মেশিনটি জব্দ করে নিয়ে এসে ধনবাড়ী থানায় পুলিশের জিম্বায় রাখা হয়েছে।
ড্রেজার মেশিনের চালক আনোয়ার হোসেন জানান, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছিলো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল