• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দোহারে অপরাধীদের কাছে আতঙ্কের নাম ‘টাঙ্গাইলের শাহ্‌ আলম’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও দোহার উপজেলার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ্‌ আলম মানুষের সেই ধারনাকে সম্পূর্ন বদলে দিয়েছেন। পুলিশের সেবার মনোভাবকে উজ্জল করে একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার হিসেবে শাহ্‌ আলমের নাম এখন মানুষের মুখে মুখে।

 

জানা গেছে, শাহ্‌ আলম ২০১৯ সালের ২০শে অক্টোবর দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাড়িতে যোগদান করেন। সম্প্রতি মৈনট ঘাট থেকে পৃথক দুইটি অভিযান চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ একজনকে এবং ৪৫ কেজি রুপার অলঙ্কারসহ চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করে আলোচনায় আসেন উপ-পরিদর্শক শাহ্‌ আলম। 

 

শাহ্‌ আলম বলেন ‘পুলিশ জনতার এবং জনতা পুলিশের’ আমি এই শ্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে কাজ করে যেতে চাই। আমরা অতন্ত্র প্রহরী হিসাবে রাত জেগে থাকি শুধু জনগণ শান্তিতে ঘুমাবে বলে। পুলিশ জনগণের শুধু বন্ধুই নয়, সেবকও। আমি আমার দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চাই। তিনি আরও বলেন আমাদের ওসি স্যার মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

 

স্যারের সুদক্ষ নেতৃত্বের কারনে আমরা অপরাধীদের নির্মুল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি চাই আমাদের অপরাধীরা ভয় পেয়ে অন্তত ভাল কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করুক। তবে সমাজ পরিবর্তনের বিভিন্ন কর্মকান্ড ইতমধ্যে মাদকবাজ ও মাদকসেবি থেকে শুরু করে সমাজের অপরাধীদের কাছে অনেকটা আতঙ্কের নাম শাহ্‌ আলম। 

 

শাহ আলম টাংগাইলের বাশাইল থানার হাবলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোকাদ্দস আলী ও মাতা শাহিন আরা বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান শাহ আলম, ঢাকা কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর এ প্রথম শ্রেণীতে কৃতকার্য হয়ে ২০১৭ সালের ২৬ শে আগস্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল