• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দোকানদারের পেটে উপবৃত্তির টাকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

উপবৃত্তির টাকা উত্তোলনে করতে গিয়ে প্রতারনার শিকার হয়েছেন সাজু মিয়া নামে এক অভিভাবক। ঘটনাটি ঘটে শেরপুরের শ্রীবরদী উপজেলার তারাকান্দি গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার গ্রাম্য শালিস হয়েছে। তবে টাকা উত্তোলনকারী একই গ্রামের শিওর ক্যাশ এজেন্ট দোকানদার বারেক মিয়া উপস্থিত হয়নি। ওই এজেন্টের কাছে টাকা তুলতে গিয়ে আরো অনেকে প্রতারণার শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠেছে। 

 

প্রতারণার শিকার তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবু রায়হানের বাবা সাজু মিয়া জানান, গত ২৪ জুলাই উপবৃত্তির টাকা তুলতে গেলে কৌশলে শিওর ক্যাশের টাকা নিজেদের অন্য একটি একাউন্টে ট্রান্সফার করে নেয়ার পর জানায় যে এই একাউন্টে কোনো টাকা আসে নাই। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য দোকান মাধ্যম জানতে পারে যে শিওর ক্যাশ একাউন্টের টাকা ওই দোকানদারের নিজেদের নাম্বারে  ট্রান্সফার করে নিয়েছে। এ কথা বলতে গেলে উল্টো বারেক মিয়া তাকে হুমকি ধামকি দেয়। পরে ছাত্রের বাবা সাজু মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

 

এ ঘটনায় মঙ্গলবার ওই গ্রামে শালিস বসে। এতে দোকানদার বারেক মিয়া হাজির হয়নি। এ সময় ওই দোকানদারের বিরুদ্ধে আরো অনেকে টাকা আত্মসাত্বের তথ্য তুলে ধরেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিসে উপস্থিত জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন বলেন, বিচারে ওই দোকানদার হাজির না হওয়ায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।   

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল