• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেশের অর্থনীতিতে সোনালী ব্যাংককে আরো অবদান রাখতে হবে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১  

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতীয় অর্থনীতিতে সোনালী ব্যাংককে আরো কার্যকর অবদান রাখতে হবে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
রোববার সংসদ ভবনস্থ সোনালী ব্যাংকের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

মো. ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে এখনো কিছু মানুষ ভালো কাজের প্রশংসা না করে সমালোচনা করছেন।

এসময় সরকারের ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।

তিনি আরো বলেন, সোনালী ব্যাংকের সংসদ ভবনস্থ শাখা অন্যান্য যেকোনো শাখার চেয়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকবে। কৃষি ঋণ যাতে সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত কৃষককে দেয়া যায়, সেজন্য প্রতিটি শাখায় ব্যাংকে কর্মরত আইন বিষয়ে উত্তীর্ণ অফিসারদের নিয়োগ করতে পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বেসরকারি ব্যাংকের ন্যায় তাল মিলিয়ে আরো আধুনিক ও উন্নত সেবা প্রদান করে সোনালী ব্যাংককে সামনে এগিয়ে যেতে হবে।

সোনালী ব্যাংকের ব্রাঞ্চের পাশাপাশি প্রত্যন্ত এলাকায় বুথের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, সাধারণ মানুষ যেন ব্যাংকিং সেবা দ্রুত ও সহজে পেতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান ও সংসদ ভবনস্থ শাখার ব্যবস্থাপক নিলুফা সুলতানা রুমা বক্তব্য রাখেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল