• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেশেই তৈরী হবে র‌্যাম, উৎপাদন কার্যক্রমের উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের পর এবার উৎপাদন হচ্ছে র‌্যাম (র‌্যানডম আ্যাকসেস মেমোরি)। কম্পিউটার ও ল্যাপটপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যন্ত্রাংশ তৈরির মাধ্যমে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে নতুন মাইলফলক সৃষ্টি করলো ওয়ালটন। র‌্যামের মতো উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরির পর প্রসেসর উৎপাদনের বৃহৎ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কেটে এই ঘোষণা দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে র‌্যাম উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গী হতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক ওপরের সারিতে যাবে। আমার বিশ্বাস, ওয়ালটনের হাত ধরে অনেকদূর এগিয়ে যাবে আমাদের দেশ। ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালে ওয়ালটনকে স্পন্সর হিসেবে নিয়ে আসি। তাদের বলেছিলাম – আপনারা ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করুন, আপনাদের বিক্রি আর জনপ্রিয়তা আরও বাড়বে। ক্রিকেটে তাদের সেই বিনিয়োগ বৃথা যায়নি। আশা করি, ইলেকট্রনিক্স বাজারে ওয়ালটন আরও অনেক নতুন নতুন পণ্য নিয়ে আসবে।’

 

মোস্তাফা জব্বারের বক্তব্য, ‘বাংলাদেশ এখন উৎপাদক দেশের কাতারে অবস্থান করছে, যেখানে আমরা একসময় বিদেশি ব্র্যান্ডের ওপর নির্ভরশীল ছিলাম। এ অবস্থায় ওয়ালটন সম্মানজনক ব্র্যান্ড হিসেবে বাজারে অবস্থান গড়তে পেরেছে। এখন তাদের ল্যাপটপ রফতানি হচ্ছে। সুতরাং আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।’

 

জুনাইদ আহমেদ পলকের কথায়, ‘ওয়ালটন এখন প্রতিমাসে চার লাখ মোবাইল ফোন উৎপাদন করছে। কারখানা চালুর পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ৮০ হাজারেরও বেশি ল্যাপটপ উৎপাদন করেছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য সরকারের আইসিটি ডিভিশন দুই বছর আগে ১৩ হাজার ল্যাপটপ কিনেছিল, যেগুলোতে এখন পর্যন্ত কোনও সমস্যা দেখা দেয়নি। শুনেছি শিগগিরই ওয়ালটন স্মার্ট ওয়াচ আসছে বাংলাদেশের বাজারে। আগামীতেও মান ধরে রেখে এই প্রতিষ্ঠান অনেকদূর এগিয়ে যাবে আশা করি।’

 

ওয়ালটনের র‌্যাম উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরাওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, দেশে উৎপাদিত র‌্যাম এ মাসেই তাদের তৈরি ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে প্রথমে বাজারজাত করা হবে। র‌্যামের পর ডিজিটাল ডিভাইসের আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রসেসর উৎপাদনের উদ্যোগ নিচ্ছে ওয়ালটন।

 

অনুষ্ঠানে আরও ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী লিয়াকত আলী, উপ-নির্বাহী পরিচালক ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

 

জানা গেছে, বাংলাদেশে তৈরি র‌্যাম মূলত নিজেদের তৈরি ল্যাপটপ ও কম্পিউটারে ব্যবহার করবে ওয়ালটন। পাশাপাশি খুচরা যন্ত্রাংশ হিসেবে উচ্চপ্রযুক্তির এই পণ্য অন্যান্য ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা যাবে। দেশের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন র‌্যাম রফতানি হবে বিশ্বের বিভিন্ন দেশে।

 

২০১৮ সালের জানুয়ারিতে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কম্পিউটার ও ল্যাপটপ কারখানা চালু করে ওয়ালটন। এরপর থেকে দুই স্তরের মাদারবোর্ড বানাচ্ছিল ওয়ালটন। এর কয়েক মাস পরে শুরু হয় মাল্টি লেয়ার মাদারবোর্ড তৈরি।

 

২০১৭ সালের অক্টোবরে দেশের প্রথম মোবাইল হ্যান্ডসেট উৎপাদন কারখানা উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে নিজস্ব কারখানায় ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ উৎপাদন করছে ওয়ালটন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল