• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে ১১ জনের নমুনা সংগ্রহ, নেগেটিভ ৬

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের দেলদুয়ারে রবিবার পর্যন্ত করোনা ভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য ১১ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদের মধ্যে ৬ জন ব্যক্তির নমুনা নেগেটিভ এসেছে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাস (কভিড-১৯) লক্ষণ অনুযায়ী ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬ জনের ফলাফল পাওয়া গেছে নেগেটিভ। এছাড়া ৫ জনের ফলাফল এখনো আসেনি। যারা নেগেটিভ ফলফল পেয়ে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন তারা আটিয়া ইউনিয়নে ৩ জন, পাথরাইল ইউনিয়নে ১ জন, এলাসিন ১ জন ও দেলদুয়ার ইউনিয়নে ১ জন । তবে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হলেও লকডাউন মানতে হবে ।

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, রবিবার পর্যন্ত ১১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এদের মধ্যে ৬ জনের করোনা ভাইরাস (কভিড-১৯) নেগেটিভ পাওয়া গেছে। বাকী ৫ জনের কোন ফলাফল এখনো আসেনি । দেলদুয়ার উপজেলায় হোম কোয়ারেন্টাইনের ব্যাপারে তিনি বলেন, উপজেলায় যাদের করোনা ভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় তাদেরই হোমকোয়ারেন্টানে থাকার জন্য বলা হয়। করোনা ভাইরাস (কভিড-১৯) নেগেটিভ ৬ জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন তবে লকডাউন মেনে চলতে হবে বলে জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল